• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

`তাস খেলা বন্ধ করলে ছেলেরা ছিনতাই করবে’

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৯
ছিনতাই, তাস, বন্ধ

ক্লাবের তাস খেলা বন্ধ করে কোনও লাভ হবে না। তাস খেলা বন্ধ করলে ছেলেরা রাস্তায় ছিনতাই করবে। এটা বন্ধ করে লাভ হবে না। আমাদের প্রধানমন্ত্রী ক্যাসিনো এবং মদের ব্যবসা যারা করেন তাদের ধরতে বলেছেন। বললেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য ও হুইপ শাসসুল হক চৌধুরী।

গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত একটি সমন্বয় সভায় যোগ দিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, চট্টগ্রামে শতদল, ফ্রেন্ডস, আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধাসহ ১২টি ক্লাব আছে। ক্লাবগুলো প্রিমিয়ার লীগ খেলে। ওদের তো ধ্বংস করা যাবে না। প্রশাসন কি খেলোয়াড়দের পাঁচ টাকা বেতন দেয়? ওরা কিভাবে খেলে, টাকা কোন জায়গা থেকে আসে, সরকার কি এদের টাকা দেয়? দেয় না। এই ক্লাবগুলো তো পরিচালনা করতে হবে।

চট্টগ্রাম বিভাগের উন্নয়ন প্রকল্প নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এক প্রশ্নের জবাবে শামসুল হক চৌধুরী বলেন, আপনারা সাংবাদিকরা প্রেসক্লাবে বসে তাস খেলেন। এটা কি জুয়া হলো? জুয়া হলে তো আপনারা প্রেসক্লাবেও বসতে পারবেন না।

এ সময় হুইপ ঘুষের ব্যবসা বন্ধ করার জন্যও আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের প্রশাসনকে বলব, ঘুষের ব্যবসা যারা করেন তাদের ধরেন। ঘুষ যারা নেন, তাদের ধরেন। যারা দেন, তাদেরও ধরেন।

ঘুষ কে খান জানতে চাইলে হুইপ বলেন, আপনি খান। আমি খাই। সবাই ঘুষ খান। ঘুষ কে দেন জানতে চাইলে বলেন, আপনি দেন। আমি দেই। সবাই দেন। তাদের ধরেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব জেলায় মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ থাকবে আজ
রাত ৮টার পর বন্ধ হচ্ছে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান
মঙ্গলবার যেসব জেলায় মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ থাকবে
বঙ্গবন্ধুর জীবন ও দর্শন সম্পর্কে প্রবাসীদের জানানোর আহবান 
X
Fresh